বাংলা মার্ক কোম্পানীর জাদুতে কৃষকের গাড়ী হাওয়া

বাংলা মার্ক কোম্পানীর জাদুতে কৃষকের গাড়ী হাওয়া

মাহবুবুল আলম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কৃষি যন্ত্রপাতি ক্রয় সহায়তা (ভর্তুকী) প্রাপ্তির জন্য অগ্রাধিকার কৃষকের তালিকায় নাম আছে ১০জনের, গাড়ী পেয়েছে তিনজন। বাংলা মার্ক কোম্পানীর যাদুতেই এই পুকুর চুরি হয়েছে। করেছে প্রতারণা।
সরেজমিনে দেখা যায়, ১ থেকে ১০ জনের হারভেস্টার (ধান কাটার মেশিন) গাড়ী পাওয়ার কথা থাকলেও মো: আলমগীর ভূইয়ার মতো আরো অনেকে (ধান কাটার মেশিন) ট্রাক্টর গাড়ি সমন্ধে কিছুই জানেন না।
তিনি বলেন, ‘আমার নাম কে দিয়েছে ? কিসের গাড়ী ? এক দিন পরে তিনি ফোন দিয়ে জানান, আমার গাড়ির নাম কে দিয়েছে। আমি কোন বক্তব্য দেব না। এই সব জানতে হলে মিঠামইন প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন।’
সরেজমিনে জানাযায়, এ সকল নাটের গুরুর মূল হোতা ‘বাংলা মার্ক কোম্পানী’। তারা ভূয়া (ধান কাটার মেশিন) ট্রাক্টর নাম্বার দিয়ে মেমো করে এ ধরণের প্রতারণা করে এসেছে। দুদিন যাবৎ মিঠামইনে একটি গাড়ির ছবিও সংগ্রহ করা যায় নি।
এ বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার কাছে সরাসরি কেও অভিযোগ করেনি। আমি ভায়া হিসেবে এ বিষয়টি শোনার পর কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকের সাথে কথা বলেছি। তাদের এ মেশিন সম্পর্কে কোন অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত