বাগেরহাটে  গোয়ালে অগ্নিকান্ডে চারটি গাভীর মৃত্যু

বাগেরহাটে  গোয়ালে অগ্নিকান্ডে চারটি গাভীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের একটি গোয়াল ঘরে আগুন লেগে গোয়ালটি ভষ্মীভূত হয়ে চারটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে যাওয়া গাভীর মালিক শেখ ইকরামুল কবির জানান প্রতিদিনের মতো ১৩ এপ্রিল তারাবীর নামাজ শেষে ঘুমিয়ে পড়লে  হটাৎ গভীর রাতে গরুর গোঙ্গানী শুনতে পেয়ে বাইরে এসে দেখেন গোয়ালে দাউদাউ করে আগুন জ্বলছে এবং গাভী গুলি আগুনে পুড়ে ছটফট করতে করতে একে একে মারা যাচ্ছে।পরে তার ডাক চিৎকারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।  পুড়ে যাওয়া গাভীগুলির মধ্যে একটি গাভী গত পরশু বাচ্চা দিয়েছে।আরেকটি গর্ভবতী অবস্হায় আছে দু একদিনে বাচ্চা দিবে।আর যে দুইটা সে দুইটাও বড় গাভী। সব মিলিয়ে চারটি গাভীর আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। গাভীগুলিকে হারিয়ে দরিদ্র ইকরামুল শেখ অসহায় হয়ে পড়েছে। কান্নাজড়িত কন্ঠে বলেন গাভীগুলিকে আমি সন্তানের মতো আদর যত্ন করে লালনপালন করে থাকি।আমার সর্বস্ব দিয়ে এই গাভী পালনের মাধ্যমে জীবিকা চালাই।এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি সরকারের কাছে সহায়তা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত