সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বন্যপ্রাণী ব্যাবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার আয়োজনে ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্রের সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণে এক গণ সচেতনতা মূলক মতবিনিময় সভা ৩০ শে ডিসেম্বর ২০২১ সকাল দশটায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ও বন্যপ্রাণী ব্যাবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নির্মল কুমার পালের সভাপতিত্বে প্রাণী বিশেষজ্ঞ মফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বাগেরহাট বি এম এ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র বাগেরহাটের সভাপতি ডাঃ মোশাররফ হোসেন।বাগেরহাটের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন। মত বিনিময় সভায় বন্যপ্রাণী সংরক্ষনের বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম,ডাঃ মোঃ মোশাররফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবীর ও অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, ফররুখ হাসান জুয়েল,রেড ক্রিসেন্টের সাকির,যুব রেড ক্রিসেন্টের সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ্ বনি,সাধারন সম্পাদক বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র বাগেরহাট।
মত বিনিময় সভায় বিপন্ন প্রজাতির বন্যপ্রানী সংরক্ষনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এসব প্রাণী সম্পর্কে ভালো ধারনা প্রদান, প্রানীগুলোকে চেনার জন্য মিনি জু স্হাপন এবং পাশাপাশি সকলের মধ্যে এদেরকে টিকিয়ে রাখতে ব্যাপক জনসচেতনতা চালানো এবং বন্যপ্রাণী সংরক্ষনের আইনের যথাযথ প্রয়োগের ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ এবং এই বন্যপ্রাণীর আবাসস্হল যাতে ক্ষতিগ্রস্হ না হয় সেদিকেও খেয়াল রাখার ব্যাপারে মতবিনিময় হয়। এই মত বিনিময় সভায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী রিজিয়া পারভীন,বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহাররঞ্জণ সাহা,যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন, নির্বাহী সদস্য শেখ দেলোয়ার হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,যুব রেড ক্রিসেন্টের সদস্য বৃন্দ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ উপস্হিত ছিলেন।
Leave a Reply