বাঙালি জাতির জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম

বাঙালি জাতির জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবির ১৬২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেণ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বাঙালি  জাতির জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রভাব অপরীসিম। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও জীবনধারায় প্রভাবিত ছিলেন। তাইতো স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা বৈঠকে এই বিশ্বকবির লেখা আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত করা হয়েছিল।’
সোমবার (৮ মে) সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবির ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এসব কথা বলেন।’
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ১০ বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন। তিনি তার লেখায় বাংলার রুপের কথা তুলে ধরেছেন। তিনি বাংলাকে বুকে ঠাই দিয়েছিলেন।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত নির্বাচনমুখি হওয়া। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্নপন্থা অবলম্বন কখনও শুভ হতে পারে না।
জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা’।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, রবীন্দ্র সংগীতশিল্পি ও নারীনেত্রী জান্নাত আরা হেনরি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত