বারহাট্টা প্রতিনিধি : বারহাট্টায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চুরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। ৩১ জুলাই সোমবার উপজেলার কদমদেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে একটি লড়ি ও একটি পিকআপ থেকে ১৬৫ বস্তা চিনি উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, সোমবার গোপনসুত্রে খবর পাওয়া যায় যে, কলমাকান্দা রোড দিয়ে চিনি বাহী দুটি গাড়ি নেত্রকোণায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমন এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযান চালিয়ে দুই জন আসামী, দুই পিকআপ চিনি( ১৬৫ বস্তা) গাড়ি সহ আটক করা হয়। যাহার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৯০ হাজার টাকা। আসামীরা হল কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ( ৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল( ২০)। দুই আসমী মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে
Leave a Reply