শিরোনাম :
বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা

বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা

মাহমুদ আহসান হাবিব:
সরকারের পদত্যাগ, ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে  বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দূল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।
বক্তারা ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করার আহবান জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত