বিরল প্রজাতির রাজ ধনেশ উদ্ধার, আটক ২

বিরল প্রজাতির রাজ ধনেশ উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহার ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ দেন। এতে পাচারকারী আতোয়ার হোসেনকে ১ বছর এবং তার সহযোগী শামীম আহমেদকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়’।
বুধবার (১০ মে) বিকেলে শহরের পৌরসভার বাজার স্টেশন এলাকা থেকে এ দুটি পাখি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।’
আটককৃতরা হলেন বগুড়া জেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অছিমুদ্দির ছেলে আতোয়ার হোসেন (২৫) এবং ময়মনসিংহের শষ্যমালা পশ্চিমপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীম আহমেদ (২৯)’
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌরসভার বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি কার্টুনের মধ্য থেকে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
পাখি দুটি উদ্ধারের পর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাচারকারীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই জুলহাজ উদ্দীন, এসআই ওয়াদুদ আলী, এসআই ইশানুর রহমান এবং এএসআই মিন্টু মিয়াসহ বিশেষ টহল
বাহিনীর মামুনুর রশীদ খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত