শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ছাড়াই এলপিজি রমরমা ব্যাবসা চালাচ্ছেন ওহাব ভুইঁয়া(স্বপন)

বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ছাড়াই এলপিজি রমরমা ব্যাবসা চালাচ্ছেন ওহাব ভুইঁয়া(স্বপন)

নিজস্ব সংবাদাতা :
কোন রকম বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ছাড়াই দেশের স্বনামধন্য তিন কোম্পানির এলপিজির রমরমা ব্যাবসা পরিচালনা করে যাচ্ছেন হাজী ওহাব ভূঁইয়া । জানা যায়, প্রশাসনের নাকের ডগায় নারায়নগঞ্জের সোনারগাাঁও উপজেলার কাঞ্চনপুরের সোনালী সুপার মার্কেটে বিগত ৪ বছর ধরে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে গায়ের জোরে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন । সরকারের র্নিধারিত নিয়মে গ্যাস ডিলারশীপ ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে বিস্ফোরক লাইসেন্স , কিন্তু এই লাইসেন্স ছাড়া দীর্ঘ ৪ বছর ব্যবসা করে আসছেন হাজী আব্দুল ওহাব ভুইঁয়া(স্বপন)। খোঁজ নিয়ে জানা যায়, করফাকির অভিযোগে হাজী ওহাব ভূঁইয়্যার বিরোদ্ধে এনবিআরের মামলা রয়েছে । এলাকার সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা যায়,হাজী ওহাব ভূঁইয়্যা স্বপন সোনারগাঁওয়ের একজন সাধারণ দলিল লেখক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও প্রতারনার মাধ্যমে জমি দখল ও নানা অপকর্মের সুবাদে হঠাৎ আঙ্গুলফুলে গলাগাছ বনেযান যা তার ব্যাংক ব্যালেন্স ও আয়ের উৎস খতিয়ে দেখলেই বেরেিয় আসবে সঠিক তথ্য । অন্যের জমি দখল, ব্যাংকের টাকা আত্মসাত ও দালালির মূল হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে ইতি মধ্যে বেক্সিমকো, বি এম, আই.গ্যাস কোমাপানির ডিলারশীপ নিয়ে নিজেকে বড় ব্যাবসায়ী হিসেবে জানান দিতে এসব কোম্পানির নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম । বতর্মানে তার এলপিজি গোডাউন নয়াপুরে যে জায়গায় অবস্থিত সেটাও দখল করা সরকারি জমিতে। ব্যাবসায়ী লাইসেন্সের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, এ ব্যাপারে আপনার জানার রাইট নেই তবে আপনি আমার অফিসে আসলে এ বিষয়ে কথা বলবো ।
বিস্ফোরক লাইসেন্স ছাড়া স্বপন হাজী কিভাবে ব্যবসা করছে তা জানার জন্য বেক্সিমকোর রিজোনাল সেলস্ ম্যানেজার ও অত্র এলাকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মি: মৃতুজয় বনিকের সাথে কথা বললে তিনি জানান, অবশ্যই বিস্ফোরক লাইসেন্স আছে ।
এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল ইসলাম সাহেবকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত