নিজস্ব সংবাদাতা :
কোন রকম বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ছাড়াই দেশের স্বনামধন্য তিন কোম্পানির এলপিজির রমরমা ব্যাবসা পরিচালনা করে যাচ্ছেন হাজী ওহাব ভূঁইয়া । জানা যায়, প্রশাসনের নাকের ডগায় নারায়নগঞ্জের সোনারগাাঁও উপজেলার কাঞ্চনপুরের সোনালী সুপার মার্কেটে বিগত ৪ বছর ধরে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে গায়ের জোরে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন । সরকারের র্নিধারিত নিয়মে গ্যাস ডিলারশীপ ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে বিস্ফোরক লাইসেন্স , কিন্তু এই লাইসেন্স ছাড়া দীর্ঘ ৪ বছর ব্যবসা করে আসছেন হাজী আব্দুল ওহাব ভুইঁয়া(স্বপন)। খোঁজ নিয়ে জানা যায়, করফাকির অভিযোগে হাজী ওহাব ভূঁইয়্যার বিরোদ্ধে এনবিআরের মামলা রয়েছে । এলাকার সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা যায়,হাজী ওহাব ভূঁইয়্যা স্বপন সোনারগাঁওয়ের একজন সাধারণ দলিল লেখক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও প্রতারনার মাধ্যমে জমি দখল ও নানা অপকর্মের সুবাদে হঠাৎ আঙ্গুলফুলে গলাগাছ বনেযান যা তার ব্যাংক ব্যালেন্স ও আয়ের উৎস খতিয়ে দেখলেই বেরেিয় আসবে সঠিক তথ্য । অন্যের জমি দখল, ব্যাংকের টাকা আত্মসাত ও দালালির মূল হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে ইতি মধ্যে বেক্সিমকো, বি এম, আই.গ্যাস কোমাপানির ডিলারশীপ নিয়ে নিজেকে বড় ব্যাবসায়ী হিসেবে জানান দিতে এসব কোম্পানির নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম । বতর্মানে তার এলপিজি গোডাউন নয়াপুরে যে জায়গায় অবস্থিত সেটাও দখল করা সরকারি জমিতে। ব্যাবসায়ী লাইসেন্সের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, এ ব্যাপারে আপনার জানার রাইট নেই তবে আপনি আমার অফিসে আসলে এ বিষয়ে কথা বলবো ।
বিস্ফোরক লাইসেন্স ছাড়া স্বপন হাজী কিভাবে ব্যবসা করছে তা জানার জন্য বেক্সিমকোর রিজোনাল সেলস্ ম্যানেজার ও অত্র এলাকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মি: মৃতুজয় বনিকের সাথে কথা বললে তিনি জানান, অবশ্যই বিস্ফোরক লাইসেন্স আছে ।
এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল ইসলাম সাহেবকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই ।
Leave a Reply