হাতীবান্ধা প্রতিনিধি,মিনহাজ পারভেজ ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় রঞ্জিত কুমার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডিএস ফিলিং স্টেশনের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কুমার উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের পবিত্র কুমারের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি এলাকার ডিএস ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিল রঞ্জিত কুমার। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা রঞ্জিতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে ।
Leave a Reply