লালমনিরহাট প্রতিনিধি, মোঃ ফরহাদ হোসেন।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শব্দ দূষণ রোধে নেই কোনো ব্যবস্থা।
বুড়িমারী স্থলবন্দরে যানজটের পরের শব্দ দূষণ একটি মারাত্মক সমস্যা ।
শব্দ দূষণ রোধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে ।
এই শব্দ দূষণের মাত্রা এতটাই বেশি যে, প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই শব্দ দূষণ রোধ করা সম্ভব নয় ।
বুড়িমারীতে একদিকে যেমন যানজটের কারণে শব্দ দূষণ হচ্ছে অন্যদিকে পাথর ভাঙ্গা মেশিন, এই শব্দ দূষণের মাত্রা বেড়ে দিয়েছে ।
পাথরকে ঘীরে শুধু বুড়িমারী স্থলবন্দর এলাকায় ২৫০০-৩০০০ মেশিন চলে । মেশিন গুলোতে উন্নত মানের সাইলেন্সার না থাকায় এ শব্দ দূষণ ঠেকানো সম্ভব হচ্ছে না । অপর দিকে শিক্ষার্থীরা শব্দ দূষণের কারণে মাইগ্রেন সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । বুড়িমারী স্থলবন্দর এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই যেটার সামনে এই পাথর ভাঙ্গা মেশিন পাওয়া যাবে না । উক্ত সমস্যা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ এর মাধ্যমে এই পাথর ভাঙ্গা মেশিনের শব্দ দূষণ রোধে সঠিক মনিটরিং চায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা ।
Leave a Reply