বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বোয়ালমারী বিলের একটি গম ক্ষেত থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে দেখতে পায় একটি লাশ উপুড় হয়ে পড়ে আছে। জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটির দুই হাত পেছনে হাত কড়া (হ্যান্ডকাপ) পড়ানো অবস্থায় পাওয়া যায়। এসময় পা দু’টিও রশি দিয়ে বাঁধা ছিলো। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া ‘হাতকড়া’ ও ‘মৃতদেহ পড়ে থাকা’ বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
Leave a Reply