প্রতিনিধি নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বৃহস্পতিবার ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমার্ধে নবাগত শিক্ষার্থীদের বরণ, গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। করিম মাষ্টারের সঞ্চালনায় শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড: সাজেদুর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন দুলাল, আবুল কালাম আজাদ, আব্দুস সোবহান প্রাং প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply