শিরোনাম :
দুই সন্তানের জননী’ চাচিকে নিয়ে ভাতিজা উধাও  কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নবনির্বাচিত নির্বাহী পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় খুলনার দৌলতপুরের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার সৎ ছেলেকে হত্যার দায়ে লক্ষ্মীপুরে মায়ের ১০ বছরের কারাদন্ড রাজ্য থাকবে পরীর কাছে, খরচ চালাবে রাজ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে মেয়ে ক্রিকেটাররা তৃতীয় স্থানে খালেদা জিযার বিষয়ে সরকারের কিছু করার নাই খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস ফের ছড়াতে পারে মহামারী করোনা ভাইরাস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন এ.ডি.এম. শহিদুল ইসলাম
ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে ‘অখণ্ড ভারত’ মানচিত্র

ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে ‘অখণ্ড ভারত’ মানচিত্র

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে ‘অখণ্ড ভারত’মানচিত্র একেছে ভারত সরকার। এ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা মাঝে মাঝেই বিতর্ক উসকে দিয়ে ‘অখণ্ড ভারতের’ ।

রোববারই (২৮ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয় ভারতের নতুন সংসদ ভবনের। সেই সংসদ ভবনেরই দেয়ালে খচিত রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র।

মানচিত্রটির ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট বার্তায় কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী লেখেন, ‘অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট।’

এদিকে, এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকেও। সেখানে ক্যাপশনে লেখা, ‘এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক।’

উল্লেখ্য, নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথমে সংসদের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহের ‘হিংস্র’ মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেই বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে আদালত জানিয়ে দেয়, নতুন সংসদ ভবনের মাথায় বসানো সিংহ আইনবিরুদ্ধ নয়। এরপর সংসদ ভবনের উদ্বোধন নিয়েও কম বিতর্ক হয়নি।

উদ্বোধনের আগেই কংগ্রেসসহ ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। তাদের অভিযোগ ছিল, রাষ্ট্রপতির বদলে কেন প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছেন।

এদিকে সেঙ্গল প্রতিষ্ঠা এবং সেই রাজদণ্ডের ইতিহাস নিয়েও কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব বাঁধে। পরে উদ্বোধন অনুষ্ঠানের রীতি নিয়ে প্রশ্ন তোলেন শরদ পাওয়ার ও আসাদউদ্দিন ওয়াইসির মতো প্রবীণ সংসদ সদস্যরা।

এদিকে, রোববার নতুন সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় বক্তৃতা রাখার সময় মোদি বলেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছি আমরা। এই অমৃতকালে ভারতের জনগণ দেশের গণতন্ত্রকে এই সংসদ ভবন উপহার দিয়েছেন। স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হবে এই নতুন সংসদ ভবন।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বেশ কয়েক বছরের বিদেশী শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছিল। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পেছনে ফেলে এসেছে।’

তিনি বলেন, ‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের দেশ এবং এর জনগণের উন্নয়নই আমাদের অনুপ্রেরণা। আজ এই নতুন সংসদের নির্মাণে আমরা গর্বিত। আবার গত ৯ বছরে দেশের ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি টয়লেট নির্মাণের কথা ভাবলেও আমি অপরিসীম তৃপ্তি পাই।’

এদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে মোদি বলেন, ‘নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামী সময়ে সংসদ সদস্যদের সংখ্যা বাড়বে। সেটাও দেখতে হবে আমাদের। সেজন্য এখনই নতুন সংসদ তৈরি করতে হতো।’

অখণ্ড ভারত বা অখণ্ড হিন্দুস্তান হলো ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের ধারণার একটি শব্দ। এটি দাবি করে যে আধুনিক যুগের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা হলো একটিই রাষ্ট্র।

তাই অখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন এই দেশগুলোকে পুনরায় যুক্ত করে অবিভক্ত অখণ্ড ভারতকে পুনরায় একত্রিত করাই অখণ্ড ভারতের উদ্দেশ্য।

সূত্র : হিন্দুস্তান টাইমস, উইকিপিডিয়া ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত