ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক সহ ২জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভরাডোব বাসট্যান্ড এলাকায়।
জানা যায়, নেত্রকোনা থেকে ঢাকাগামী মুরগী বাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৫২০৫) ভরাডোবা বাসট্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে বালি বোঝায় একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে মুরগি বোঝায় ট্রাকটির সামনের অংশ ধুমরে মুচরে যায়। এতে ঘটনার স্থলে নেত্রকোনা জেলার মজিদের ছেলে ও মুরগি বাহী ট্রাক চালক আমিরুল (৩০) ও একই জেলার মনির উদ্দিনের ছেলে শামীম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর যাত্রী শামীমের বড় ভাই রুহুল আমীন গুরুতর আহত হয় আহত রুহুল আমীন কে ফায়ার সার্ভিসের লোক জন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন।
ভরাডোবা হাইওয়ে পুলিশের টি,আই মোঃ রফিকুল ইসলাম বলেন, মুরগী বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বালি বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply