ইকবাল হোসেন তপু:
গতকাল মঙ্গলবার না ফেরার দেশে চলে পাড়ি জমিয়েছেন কিংবদন্তী ভাষা সেনিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফুলে হুসেন । তার মৃত্যুর মধ্য দিয়ে জাতি আরেকজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে । অধ্যাপক ফুলেহুসেন ১৯৩৪ সালের ২৪ মার্চ গৈৗরিপুরের মাতুলালয়ে জন্ম গ্রহন করেন । মহান ভাষা আন্দোলনে নেত্রকোনা ও কিশোরগঞ্জ এলাকায় বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে চুয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ থাকা কালীন মুক্তিযোদ্ধ শুরু হয় । সে সময় তিনি প্রথমে সাউথ ওয়েষ্ট কমান্ডের বানিজ্য উপদেষ্টা হিসেবে সেক্টর কমান্ডার মেজর আবু উসমান চৈৗধুরীর সাথে যুক্ত হন এবং ১৭ মে বৈদ্যনাথ তলায় মুজিব নগর সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন । তিনি কলকাতার থিয়েটার রোডে স্থাপিত বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রেস উইং হিসেবে কাজ করেন সে সময় বিদেশী সাংবাদিকদের নিয়ে দেশের অভ্যন্তরের পাকবাহিনীর নির্মমতার চিত্র বিশ^ দরবারে তুলে ধরতে সহায়তা করেন । তিনি রানা ঘাটে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা রিক্রুট ও টোনস সেন্টার বাংলাদেশ ভলান্টিয়ার ট্রেনিং ইনষ্টিটিউট এর প্রিন্সিপালের দায়ীত্ব পালন করেন । তার মৃত্যুতে দেশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন ।
Leave a Reply