ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল-২) আসনে নৌকার মনোনয়নের দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল-২) আসনে নৌকার মনোনয়নের দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ

মোঃ জাহাঙ্গীর আলম :
আরো একটি জাতীয় সংসদ নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তখন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে বিরাজ করছে চরম উত্তেজনা। উক্ত আসনের বর্তমান সংসদ সদস্য সহ ক্ষমতাসীন দলটির একাধিক হেভিওয়েট নেতা দলীয় মনোনয়ন এর প্রত্যাশায় মাঠে নেমেছেন। দলের নীতিনির্ধারনীদের দৃষ্টি আর্কষণে বেশ জোড়েসোরেই লবিং করেছেন সবাই। তবে ইতিমধ্যে ভূঞাপুর-গোপালপুর আওয়ামীলীগ এর তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ ও উপর মহলের নেতাদের কাছের সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে আলোচনার শীর্ষের নাম বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। ২০২৩ সালের ভূঞাপুর পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার মধ্য দিয়ে একে একে টানা তিনবার শহরটির মেয়র এর চেয়ার অলংকৃত করে বসেছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।
পৌরপিতা থাকা অবস্থায় গত ২০১৪ ও ২০১৯ এর জাতীয় নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে জয়ী করার পিছনের অন্যতম কারিগর ও সংগঠক ছিলেন জনবান্ধব নেতা মাসুদুল হক মাসুদ। ইতিপূর্বে একবার মনোয়ন চেয়েও পাননি কিন্তু দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন নিজের সর্বোচ্চ দিয়ে। কিন্তু সময় পাল্টেছে সাথে পাল্টেছে ভূঞাপুর-গোপালপুর এর মানুষের চিন্তা-চেতনা, আশা-আকাঙ্খা। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী হোক আর সাধারণ মানুষই হোক সবাই এখন পরিবর্তন চায় আর পরিবর্তনের এই নতুন ধারায় এলাকার সংসদ সদস্য হিসেবে তারা এখন পৌরপিতা বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ কেই চায়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ছাত্র থাকাকালীন অবস্থায় সেই ১৯৬৯ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রাজনীতিতে জড়িয়ে ৭০’এর নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী হাতেম আলী তালুকদারের হয়ে নির্বাচনের মাঠে নামেন। ৭০’ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ডাকে দেশ মাতৃকাকে রক্ষায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে ভুঞাপুর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিনির্মাণে কাজ শুরু করেন। অতঃপর ১৯৯১ সাল থেকে ভুঞাপুর আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসেবে থাকলেও ২০০৩ সালের জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপরে বিভিন্ন সময়ে উপজেলা আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটির প্রধান ছিলেন ত্যাগী এই নেতা। সারা জীবনের সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতাই তাকে রাজনীতিতে এ সফলতা এনে দিয়েছে। দীর্ঘ সময় ধরে ভুয়াপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়নে মাসুদুল হক মাসুদ যে অবিস্মরনীয় ভুমিকা রেখেছেন সেই স্মৃতিচারণ করে মানুষ তাকে এবার টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সার্বিক উন্নয়নের নতুন রুপকার হিসেবে দেখতে চায়। গোপালপুর ও ভূঞাপুর এর তৃণমুল নেতা কর্মীরা সনে করেন তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে সে এমপি নির্বাচিত হবে এবং দল আরও সু-সংগঠিত হবে। নেতাকর্মীদের এ বিশ্বাসই আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে এগিয়ে রয়েছে।
গোপালপুর-ভূঞাপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় নাগরিকদের কাছে উন্নয়নের ১২ দফা নিয়ে প্রচারণায় নেমেছেন নৌকার মনোয়ন প্রত্যাশী এই হেভিওয়েট প্রার্থী। তার ১২ দফার মধ্যে আছে দুই উপজেলাকে জ্ঞানের নগরী হিসেবে গড়ে তোলা, দুই উপজেলায় দুইটি আইটি পার্ক স্থাপন, প্রতিটি গ্রামে কৃষি ক্লাব স্থাপন, শিশুপার্ক, বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, চরাঞ্চলের আধুনিক উন্নয়ন প্রকল্প, সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত উপজেলা গঠন করা ইত্যাদি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ও নেতাকর্মীদের কাছে স্বচ্ছ ও সংগঠনমূলক রাজনীতি বান্ধব নেতা। গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন ছাড়াও আপামর সাধারণ জনতা তাঁর হয়ে মাঠ পর্যায়ে মানুষের কাছে জনসংযোগ করছেন। প্রবীণ এই নেতা ইতিমধ্যে গোপালপুর ও ভূঞাপুরের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর পক্ষে জনমত সৃষ্টি ও বর্তমান সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরার লক্ষ্যে। বিভিন্ন সভা, সমাবেশ, ক্রীড়া-সাংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সারা গোপালপুর ও ভূঞাপুরে নিজের শক্ত অবস্থান তুলে ধরছেন তিনি। সরেজমিন এলাকা বাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি যে পরিমান গণসংযোগ করেছেন তাঁর সমকক্ষ সম্ভাব্য প্রার্থীদের আর কেউ করতে পারেননি। বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এর গণসংযোগে চাঙ্গা হয়ে উঠেছে দুই উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা সংগঠিত হচ্ছে মাসুদুল হক মাসুদের পক্ষে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাসুদুল হক মাসুদ বলেন, দলের কয়েকজন স্থানীয় সুবিধাভোগী নেতারা স্বার্থ হাসিলের উদ্দেশে দলীয় কোন্দল সৃষ্টি করে গোপালপুর ও ভূঞাপুর আওয়ামী লীগকে বিভক্ত করতে চাচ্ছে। এমতাবস্থায় এ দুই উপজেলার স্থানীয় নেতাকর্মীদেরকে একত্রিত করে, তাদের ভাঙ্গা মন চাঙ্গা করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে টাঙ্গাইলে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছানোর জন্য আমি এবারের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার নিকট নৌকা প্রতীক প্রত্যাশা করছি। নির্বাচিত হয়ে গোপালপুরের ও ভূঞাপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। বৃহত্তর এই জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। গোপালপুর-ভূঞাপুর বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। প্রতিটি মানুষ আমার প্রিয়। গোপালপুর-ভূঞাপুরের সর্বস্তরের মানুষের ভালোবাসা পেলে বাকী জীবন আমি তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ্। আশা করি গণমানুষ আমাকে সে সুযোগ দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত