মোঃ ফরিদুল ইসলাম ভোলা:
ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসষ্টানের পৌরসভা গেইটের পশ্চিম পাশে আলীনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ডর বাসিন্দা সেন্টু মহরীর ও তার ছেলে রাসেলের মাল্টিপারপাসপর ও প্রাইভেট স্কুলের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সেন্টু মহরীর আপন ভাইয়ের ছেলে মোঃ হেলালেল কাছ থেকে রাসেল ব্যবসার পার্টনার হিসেবে সাড়ে ৩ লক্ষ নেওয়া হয়। হেলালকে কিছুদিন ব্যবসায়ের পার্টনার হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে রাসেল ও রাসেলের বাবা বিভিন্ন অজুহাত দেখায় । বাপ বেটার দুজনের ষড়যন্ত্র অনুযায়ী কিভাবে ব্যবসায় থেকে তাড়িয়ে দেওয়া যায় চক্রান্ত চলতে থাকে হেলালের বিরুদ্ধে।
চার থেকে পাঁচ মাস পরে প্রাইভেট স্কুলের দেওয়ার কথা বলে যৌথ ব্যবসায়ের স্কুলের ঘরের প্রাজেশনের বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকা হেলালের ফান্ড থেকে রাসেল নিয়ে যায়।তার পর থেকে সেন্টু মহরী চাচাতো ও জোঠাতো ভাইয়ের ভিতরে ইলিশার এক কবিরাজের কুফরির মাধ্যমে ভাই- ভাইয়ের মধ্যে ফাটল ধরিয়ে দেয়।
এ ব্যাপারে গত ২৭-১২-১৯ ইং তারিখে ফয়সালার কথা বলে হেলালের কাছ থেকে সেন্টু মহরী ও তার ছেলে ২ দিনের সময় নেন। সময় নেওয়া ২ অতিক্রম হলেও তারা ফয়সালাতে আসেনি। তারপর থেকে এমন তিন-চারটি তারিখ দিয়েও তারা আসেনি। গত ২৪ জানুয়ারিতে শেষ পর্যন্ত ফয়সালাতে এসে তাদের হিসেবে হেলাল তাদের কাছে সাড়ে ৩ লক্ষ টাকা পাওনা হয়। তারা আবারও ফায়সালার নেন ও ৩১ জানুয়ারিতে হেলালের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া কথা বলে আজও আসেন নি।
তাদের বিরুদ্ধে হেলালের মত এমন অসংখ্য অভিযোগ রয়েছে । বাপ-বেটার দুজনই সাধারণ মানুষকে বোকা সাজিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। কে এই সেন্টু মহরী। তাদের বাপবেটার স্হাবর- অস্হাব সম্পতি নিয়ে জনমনে প্রশ্ন। এব্যাপারে আসছে বিস্তারিত। এব্যাপারে প্রশাসনের খতিয়ে দেখার জন্য দৃষ্টি আর্কষন করছেন ভুক্তভোগীরা।
Leave a Reply