খেলার ডেস্ক : তিন টেস্ট সিরিজে অঘোষিত ফাইনালে মঙ্গলবার থেকে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টে ভারত ও দ্বিতীয়টিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ১-১ সমতা থাকায় তৃতীয় ও শেষ টেস্টটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
অঘোষিত ফাইনাল জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া ভারত-দক্ষিণ আফ্রিকা উভয় দলই। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া।কেপটাউনে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রানে প্রথম টেস্টে দারুণ এক জয় তুলে নেয় ভারত। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে ১৯৭ ও ১৯১ রান করে স্বাগতিকরা।
তবে দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গ টেস্ট জিততে ২৪০ রানের টার্গেট পেয়েছিল প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগারের অপরাজিত ৯৬ রানে ৩ উইকেট হারে টার্গেট স্পর্শ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা।
ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের অপেক্ষা আরো বাড়ে ভারতের। তবে সিরিজ জয়ের ভালো সুযোগ এখনো আছে টিম ইন্ডিয়ার। এজন্য সিরিজের তৃতীয় টেস্ট জিততে হবে ভারতকে।
কোমরের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাই ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ওপেনার লোকেশ রাহুল। তবে তৃতীয় টেস্টে কোহলির সম্ভাবনা অনেক বেশি। কারণ কেপটাউনে গত দু’দিন নেটে ব্যাটিং অনুশীলন করেছেন কোহলি।
শেষ ম্যাচ জিততে মরিয়া ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল বলেন, ‘আমরা শেষ ম্যাচটি জিততে চাই। দুই ম্যাচে দল খুবই ভালো খেলেছে। জোহানেসবার্গে হারলেও, দল ভালো করেছে। ব্যাটাররা আরো কিছু রান করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতো। তবে আমরা এখন কেপটাউনে টেস্টে জয় পেতে চাই।’
১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলছে ভারত। কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। সর্বমোট সাতটি সিরিজ খেলে ছয়টি হেরেছে, একটি ড্র করেছে।
ভারতকে আরো একবার সিরিজ জয় থেকে বঞ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। দলের তরুণ পেসার মার্কো জানসেন বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। সিরিজে সমতা আনতে পেরেছি। এবার সিরিজ জয়ের আনন্দে মাততে চাই। এজন্য শেষ টেস্টে আমাদের জ্বলে উঠতে হবে। তবে ভারতকে হারানো সহজ হবে না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪ জয়, ২ হার ও ২ ড্রতে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজেই প্রথম খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচে ১টি করে জয়-হারে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।সূত্র : বাসস
Leave a Reply