মমতার চিঠির প্রতিউত্তর দিলেন সোনিয়া

মমতার চিঠির প্রতিউত্তর দিলেন সোনিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জিসহ (এনআরসি) নরেন্দ্র মোদি সরকারের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে সব বিরোধী দলকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেটির জবাব দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠি লিখে মমতার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

নাগরিকত্ব আইন এনে এবং এনআরসি চালু করতে চেয়ে মোদি সরকার ‘দুরভিসন্ধিমূলক’ পথে এগোচ্ছে বলে মমতার যুক্তিতে সহমত হয়েছেন সোনিয়া।চিঠিতে সোনিয়া লিখেছেন, আমাদের প্রতিবাদ হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ। সংবিধানের উপরে এই দুঃসাহসী ও নির্লজ্জ আক্রমণকে আমরা বিনা প্রতিরোধে মেনে নিতে পারি না।

মমতাকে তার বার্তা, তৃণমূল নেত্রী ও অন্যান্য সমমনোভাবাপন্ন নেতা-নেত্রীদের সঙ্গে সমন্বয় রেখেই তারা এগোতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত