জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বপন হোসেন (৩০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং আওয়ামী লীগের সমর্থক।
তিনি ব্যক্তি জীবনে এখনও অবিবাহিত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশেই রাজধানীর মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন স্বপন হোসেন।
ওই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই স্বপন নিহত হন।
এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আহত মিল্টনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ বিষয়ে জানতে মহেশপুর থানার (ওসি) মোরশেদ হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply