সোহাগ রানা, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে ২০০ মিটার উত্তরে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ট্রাকচালকদের “মাওনা চৌরাস্তা ট্রাকচালক কল্যাণ সমবায় সমিতি লিঃ” এর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পোস্টারে সমিতি প্রাঙ্গণসহ সেজেছে মহাসড়কের অনেকাংশ। শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে “মাদককে না বলুন নিরাপদে পরিবহন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালের পহেলা মে ২০ সদস্যকে সাথে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “মাওনা চৌরাস্তা ট্রাকচালক কল্যাণ সমবায় সমিতি লিঃ”। সূচনালগ্নের পর প্রথমবারের মতো ২৭ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে যাচ্ছে সমিতির বর্তমান দায়িত্বশীলরা। নির্বাচন শুরুর আরও অন্তত দুই সপ্তাহ আগে থেকেই প্রার্থীদের পোস্টারে সেজেছে সমিতির কার্যালয়সহ মহাসড়কের অনেকাংশ। বর্তমানে এই সমিতিতে ১৬০ জন সদস্য রয়েছে। তারা প্রতিনিয়ত নিজেদের ইচ্ছেমতো সমিতিতে টাকা জমা করে এবং নিজেদের প্রয়োজনে টাকা উত্তোলন করে। বুধবার (১৫ জানুয়ারি) পর্যবেক্ষণে জানা যায়, নির্বাচনে মোট ৫ টি পদে ১০ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন, সভাপতি পদপ্রার্থী মোঃ ফরিদ ও আজিজ ভান্ডারি। সহ-সভাপতি পদে মোঃ সফিকুল ইসলাম (সেকু) ও মোঃ হেলাল। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহেল ও মোশারফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রুবেল ও মোঃ লালন। কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোঃ লাল মিয়া ও মোঃ সবুজ মিয়া। তারা সকলেই ভোটারদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছে।এছাড়াও ওই কমিটিতে সিলেকশনে বাছাইকৃত সদস্য নেওয়া হয়েছে ৭ জন। ট্রাকচালক কল্যাণ সমবায় সমিতির সূচনাকারী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ২০২০ ও ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে এই সমিতির কমিটি গঠন হতে যাচ্ছে। গত ২ বছরে সমিতির পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় ৩ জনকে চিকিৎসা ও ৮ জন সদস্যদের পারিবারিকসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। সমিতির সূচনাকারী সভাপতি আলম খন্দকার জানিয়েছেন, ২৭ তারিখ সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত আমার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। সূচনালগ্নের পর থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিগত এই সমিতিতে কোনও প্রতিবন্ধকতা পাইনি। শ্রমিকদের কল্যাণের স্বার্থেই আমরা কাজ করেছি। সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আমরা নতুন কমিটিতে প্রার্থী না হয়ে কমিটি গঠনে নির্বাচনী দায়িত্ব পালন করবো।
Leave a Reply