বিপ্লব শেখ :
পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে (২৯’জুলাই)২০২৩ইং শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ মাতুয়াইলে বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব-দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে সেদিন কেন দৌড় দিয়েছিলেন তিনি তার ব্যাখ্যা দিয়ে
যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জায়গাতেই অবস্থান করেছি। যখন পুলিশ গুলি করে, তখন আমরা একটা সাইড নিয়েছি। একটা সাইডে পাল্টা অবস্থান নিয়ে হামলাকে মোকাবিলা করেছি। মাঠে যখন পুলিশ গুলি করে তখন একটা সাইড নিতে হয়, অবস্থান নিতে হয়। আমরা সেই অবস্থান নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছি, কারণ যদি আমি আমার নেতাকর্মীদেরকে সাইড নিতে বলতাম তাহলে হয়তো তারা আমাকে রেখে যেতে চাইতো না, এমনটা মনে করেই সেদিন আমি ইউটার্ণ করেছি, যাতে করে কেউ গুলিবিদ্ধ না হয়। এবং আপনারা দেখেছেন যে আমি সাইড নেওয়ার সাথে সাথেই কিন্তু নেতাকর্মীরা আমার সাথে দ্রুত সাইডে অবস্থান করেছে, সেদিন পুলিশ গুলি করায় আমরা নেতাকর্মীদের নিয়ে একটু সাইডে অবস্থান নিয়েছি এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, গ্রেপ্তার করলে কর্মীদের মনোবল কিন্তু ভাঙে না, বরং এমন গ্রেপ্তারের পর সহযোদ্ধাদের মুক্তির জন্য নেতাকর্মীরা আরও শক্তিশালী হয়ে মাঠে নামে।
টুকু বলেন, আমাদের পিছু হটার কোনো পথ নেই। এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব, তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই অনির্বাচিত সরকারের পতন ঘটবে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীদের উপস্থিতি দিন দিন বেড়ে জনস্রোতে দীর্ঘায়িত হবে এবং জনস্রোতের ঢেউয়ে এই সরকারের পতন হবে বলে তিনি জানান।
টুকু আরও বলেন, আমাদের ওপর হামলার পর নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের হামলাকে মোকাবিলা করেছে। হামলার পর আজকের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করে যে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। আন্দোলনের মাধ্যমেই আমরা সফল হব। ইনশাল্লাহ এই সরকারের পতন হবেই হবে।
Leave a Reply