পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর:
করোনার ভয়াল থাবা যখন গোটা বিশ্ব সহ বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল, প্রতিটি মানুষ তার নিজের নিরাপত্তা রক্ষায় করেছিল নিজেকে আড়াল। ঠিক তখন দিনের পর দিন রাতের পর রাত ঘুরে বেরিয়েছে রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে। কার ঘরে খাবার নাই ,কার চিকিৎসা দরকার, বন্যায় কার বাড়ি তলিয়ে গেছে, এমনকি করোনা আক্রান্ত হয়ে কার মরদেহটা পরে আছে ঘরের কোনে অথবা হাসপাতালের বেডে তাকে নিয়ে জানাজা পরিয়ে দাফন কার্জ শেষ করা এমনকি সনাতন ধর্মের মানুষদের মুখে আগুন দিয়ে সুন্দর ভাবে দেহ সৎকার করে শ্মশান পরিস্কারের কাজটিও করেছেন নিজ হাতে। তারই ধরাবাহিকতায় করোনাকালীন সময়ে অন্যান্য অবদান রাখায় সম্মুখ সারির যোদ্ধা ও মানবদরদী হিসেবে স্বীকৃতি পেলেন উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি ফরিদপুর পুলিশের রিজার্ভ অফিসার-১ হিসেবে কর্মরত আছেন। কর্মকালীন সময়ে তার সততা ও নিষ্ঠা চোখে পড়ার মতো। করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনায় মৃত্যু হওয়াদের মরদেহের দাফন, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সহায়তা এবং হাসপাতালে নেওয়াসহ অনেক অবদান রয়েছে এই পুলিশ কর্মকর্তার। আমার দেখা মতে সে একজন মানবিক পুলিশ কর্মকর্তা। গত বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে এসআই আনোয়ার স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের স্থানীয় একটি সংগঠন বিনোদন নাট্যদল করোনাকালীন যোদ্ধা, মানবদরদী ও অনুকরণীয় ব্যক্তি হিসেবে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এসআই আনোয়ার আরও বলেন— মানুষ মানুষের জন্য। তাই তো, মানুষকে ভালোবেসে পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
ফরিদপুর জেলা পুলিশের একাধিক সিনিয়র কর্মকর্তা বলেন, এসআই আনোয়ার একজন সৎ ও ভালো মনের মানুষ। যে কোনো বিপদগ্রস্থ মানুষের পাশে থাকাটা যেন তার নেশায় পরিণত হয়েছে। তার সাথে কাজ করতে পেরে আমরা তার জন্য গর্ব অনুভব করি।
Leave a Reply