মানিকগঞ্জ জেলাপ্রতিনিধিঃ
আসন্ন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৪নং জিয়নপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হলেন মো. বেলায়ত হোসেন । নৌকার মাঝি মো: বেলায়ত হোসেন পরপর দুই বার চেয়ারম্যান। তিনি বলেন জিয়নপুর ইউনিয়নের তরুণ ও যুবক ভোটারদের প্রত্যাশা পূরণ করবো। তিনি জিয়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
মো: বেলায়ত হোসেন জিয়নপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। এই সব উন্নয়ন হলে কালেজ মসজিদ মাদ্ররাসা ও রাস্তা ঘাট। এই বার ও আশা করেছেন বিপুল ভোটে জয় লাভ করবেন তিনি।
বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। শোডাউন, ব্যাপক গনসংযোগ করা সহ গ্রাম থেকে গ্রামে প্রতিদিনই উঠান বৈঠক করছেন। দৌলতপুর উপজেলার ৪ নং জিয়নপুর ইউনিয়ন পরিষদ । নৌকার মাঝি মো. বেলায়ত হোসেন দলমত নির্বিশেষে ভোটারদের কাছে গ্রহণ যোগ্য বলে মন্তব্য করেছেন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা।স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, তরুণ ও যুবকদের কাছে ক্লিন ইমেজের মানুষ মোঃ বেলায়ত হোসেন ।
করোনাকালীন সময় ইউনিয়নের দুঃস্থ জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। তার নির্বাচনি এলাকায় প্রতিনিয়তই ভোটারদের সঙ্গে কূশল বিনিময় করে গনসংযোগ করেছে।
নৌকার মাঝি মো. বেলায়ত হোসেন বলেন, যেখানে জনসংযোগে যাচ্ছি, সেখানেই গণজোয়ার হচ্ছে। আমি আমার ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে সুন্দর করে সাজাতে চাই। আমার ইউনিয়নে দিন রাত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার আদেশক্রমে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয়ের ভাইয়ের নির্দেশে আমি দুঃস্থ ও মানবতার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। আমি এবার চেয়ারম্যান হলে আমার জিয়নপুর ইউনিয়নকে শহরের রূপ দিয়ে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ্।
Leave a Reply