রেজাউল করিম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- সারাদেশের মতো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পালিত হলো মহান একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস! দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহৱে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন!উপজেলা চত্বর থেকে প্রভাত ফেরী এক বিশাল রেলি বের হয়. রেলি শেষে এ সময় উপজেলা প্রশাসনেৱ নির্বাহী কর্মকর্তা তসলিমা মোস্তারী সভাপতিত্বে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেন . অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাঈমুর রহমান দুর্জয়েৱ প্রধান অতিথিতে মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক আসনেৱ এমপি,আৱও বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা. উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জুয়েল আহমেদ ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত ওসি মামুনুর রশিদ , সহ প্রমূখ আর অনেকেই!
Leave a Reply