মানিকগঞ্জে স্ত্রীর পরামর্শে বড় ভাইকে খুন,আসামী গ্রেফতার

মানিকগঞ্জে স্ত্রীর পরামর্শে বড় ভাইকে খুন,আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
ইং ১০/০৪/২০২৩ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকার সময় ১নং আসামী মোঃ রোমান হোসেন (২৪), পিতা- মোঃ শাহজাহান ফকির, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ তাহার স্ত্রী ফিহা আক্তারের কু-পরামর্শে ও অজ্ঞাতনামা আসামীদের সাথে পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ছুরি/চাকু (অস্ত্র) দ্বারা ঘুমন্ত আপন বড় ভাই আবু রায়হান(২৬)-কে নিজ শয়নকক্ষে বিছানার উপর গলা কাটিয়া জবাই করিয়া হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে ডিজিস্ট আবু রায়হান (২৬) এর পিতা মোঃ শাহজাহান ফকির বাদী হয়ে উক্তরূপ এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা রুজু করা হয়।
মামলা ঘটনার পর হইতেই মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব-বৃন্দের দিক নির্দেশনা ও তথ্যপ্রযুক্তিগত সহয়তায় এবং সিংগাইর সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ইমরান ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মিজানুর ইসলাম-দ্বয়ের সার্বিক সহযোগীতায় অত্র সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) জনাব মানবেন্দ্র বালো এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় এসআই/ শেখ কামরুল ইসলাম, এএসআই/শহীদুজ্জামান সহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত চৌকুস অভিযানিক টিম উক্ত হত্যা মামলার রহস্য উদঘাটন সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। সকল অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় মামলা রুজুর ০৩(তিন) দিনের মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য ইং ১৩/০৪/২০২৩ তারিখ ভোরে এই চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী (ঘাতক ভাই) ১। মোঃ রোমান হোসেন(২৪), পিতা-মোঃ শাহজাহান ফকির, গ্রাম- জয়মন্টপ (ফকির পাড়া), থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ-কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রোমান হোসেন তাহার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করিয়া হত্যার কৌশল প্রকাশ করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ-র ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিতে ইচ্ছা পোষণ করিয়াছে। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মামলা নং-২৫/১১৩, তাং-১০/০৪/২০২৩ইং, ধারা- 302/ 34/ 109 The Penal Code, 1860.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত