বাঘা(রাজশাহী)প্রতিনিধি:
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক।
বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক কে শিক্ষা প্রসারের স্বীকৃতি স্বরূপ “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৩” দেওয়া হয়েছে বলে জানাযায়।
ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের আয়োজনে গত ৯ জুন রথীন্দ্র মঞ্চ,জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা পশ্চিমবঙ্গ ভারতে অনুষ্ঠিত হয়।
এতে দুই বাংলার জুরি বোর্ড কর্তৃক বরেণ্য ব্যক্তিদের “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিচারপতি সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিবর্গ।
অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড” পাওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং জুরি বোর্ডকে অনেক অনেক ধন্যবাদ জানান।
Leave a Reply