খান শাকিল: ( ১৫ নভেম্বর) রোজ বুধবার মির্জাপুর উপজেলার অন্তগত ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে স্বামীর হাতে ধারালো অস্ত্রের দ্বারা স্ত্রী খুন।
সরজমিনের ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে, আনুমানিক রাত ২টার সময় স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। ঝগড়ার স্থলে মা-মেয়ে এবং বাবা উপস্থিত ছিল। ঝগড়াকে কেন্দ্র করে মা মেয়ে এক পর্যায়ে থানায় জিডি করার উদ্দেশ্যে রওনা দেয়।এ সময় তার বাবা রুহুল আলিম (৫৫) অভিযুক্ত আসামী তাদেরকে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।
বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে পুনরায় আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বুকের নিচে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে তাদের মেয়ে (সাথী আক্তার) আহত হয়।
আনুমানিক ভোর রাত ৫টার সময় বেদানা বেগম (৫০) কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার মামলার তদন্তকারী অফিসার মঞ্জুরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মামলাটি প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply