মেয়েকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

মেয়েকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে কৌশলে ঘরে ঢুকে মেয়েকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে (২৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে রুবেলকে গ্রেফতার করে। এর আগে সন্ধ্যায় নির্যাতিত ওই নারীর স্বামী বাদী হয়ে রুবেল ও সজলকে আসামি করে বাগেরহাট মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার পরই সদর থানা পুলিশ ও র‌্যাব-৬ যৌথভাবে রুবেলকে ধরতে অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানের মুখে পালিয়ে যাওয়ার সময় লখপুর এলাকা রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল বর্তমানে র‌্যাব-৬ এর হেফাজতে রয়েছে।
রুবেল হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাদেকাড়াপাড়া এলাকায় নানাবাড়িতে থাকতেন। স্থানীয় সজল মল্লিকের সহযোগিতায় কৌশলে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে সে।
এর আগে ১৩ ডিসেম্বর রাতে বাদেকাড়াপাড়া এলাকায় কৌশলে ঘরে ঢুকে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং নগদ ৪৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে রুবেল হাওলাদার। পরবর্তীতে মঙ্গলবার সকালে নির্যাতিতা নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় সজল মল্লিক (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ হাসান বলেন, বিষয়টি শুনে সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের ভিত্তিতে সকালে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত