সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি :
মোংলা বন্দরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। সকালে বন্দর গেট থেকে কবুতর ও বেলুন উড়িয়ে এক বর্নাঢ্য র্যালীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। র্যালী শেষে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের এই দিনে পশুর নদীর জয়মনিরগোলে পন্যবাহী জাহাজ ”দি সিটি অব লিয়নস” নোঙ্গরের মধ্যদিয়ে আন্তর্জাতিক এই সমুদ্র বন্দরটি যাত্রা শুরু করে। প্রথমে এই বন্দরটি চালনা বন্দর নামে চালু হলেও ১৯৮৭ সালে এটি মোংলা বন্দর নামে রুপান্তরিত হয়।
বিএনপি- জামাত জোট সরকারের আমলে ধংসের দ্বারপ্রান্তে পৌছানো এই বন্দরটি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আধুনিকায়ন শুরু করে। ওই সময়ের শুরুতে ১১ কোটি টাকা লোকসানি এই প্রতিষ্ঠানটি গত অর্থ বছরে আয় করেছে ৩৪০ কোটি টাকারও বেশী। বন্দরের সক্ষমতা বাড়াতে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
Leave a Reply