মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়া পট্রিতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসেনর সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল । উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্রলীগ নেতা কর্মী মিছিল সহকারে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহন করে।
Leave a Reply