বিএম. মাহবুব রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের থানা জামে মসজিদে মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারে পবিত্র কুরআনের প্রথম ছবক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যেসোমবার সকালে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসান, হাফেজ মো. নূরুজ্জামান, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, থানা জামে মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারের প্রধান শিক্ষক ও থানা জামে মসজিদের মোয়াজ্জেম মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রথম ছবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী । এতে কুরআন থেকে তেলওয়াত ও গজল পেশ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি।
Leave a Reply