মোঃ সোহেল রানা, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে নতুন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়,নির্দেশে বদলে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তিনি সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বলেছিলেন, আমি কথায় না কর্মে বিশ্বাসী, তিনি তার কাথা কাজের সত্যতা প্রমাণ করলেন কয়েক দিনের বিশেষ অভিযানের মধ্যামে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,বিগত ২৪ ঘন্টায় (০৭/০১/২০২০খ্রিঃ), জেলা পুলিশ, ময়মনসিংহ বিশেষ অভিযান পরিচালনা করে ০১ কেজি ৮১৫ গ্রাম গাঁজা, ১৩২ গ্রাম হিরোইন, ৩৬৬ পিচ ইয়াবা ট্যাবলেট,৪৬ লিটার চোলাই মদসহ ২৯টি উদ্ধারজনিত মামলায় মোট ৩২( বত্রিশ) জন,গ্রেফতারী পরোয়ানামূলে ৪২( বিয়াল্লিশ) জন, জুয়া আইনে ১১(এগার)জন এবং নিয়মিত মামলায় ১৮ (আঠার) জনসহ মোট ১০৩(একশত তিন) জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply