শিরোনাম :
যাত্রী ছাউনী ভাগাড়ে পরিণত

যাত্রী ছাউনী ভাগাড়ে পরিণত

মেহেরপুর প্রতিনিধিঃ অযত্নে অবহেলায় পড়ে রয়েছে মেহেরপুর জেলার যাত্রী ছাউনী গুলো। এ জেলার বিভিন্ন সড়কের পাশে নির্মিত অধিকাংশ যাত্রী ছাউনী গুলো কোন কাজেই আসছে না। প্রকল্পের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা ব্যয় করা হলেও মুখ থুবড়ে পড়ে আছে নির্মিত এসব যাত্রী ছাউনী গুলো। স্থানীয়দের অভিযোগ এসব যাত্রী ছাউনী গুলো বেশির ভাগই নেশাখোরদের আড্ডা খানায় পরিণত হয়েছে। মেহেরপুর জেলা পরিষদের প্রকল্পে বেশির ভাগ যাত্রী ছাউনী গুলো বাস্তবায়ন করা হলোও পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা এবিষয়ে সঠিক কোন তথ্য দিতেও ব্যর্থ। মেহেরপুর জেলা পরিষদের উপ-সহকরী প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল তিনি আনুমানিক একটি হিসাবের খসড়া তালিকা দেন। তাতে এ জেলায় আঞ্চলিক সড়ক গুলোতে জেলা পরিষদের আওতায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ১১টি, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে ৪টি, মেহেরপুর-মুজিবনগর সড়কে ৪টি, মেহেরপুর-মহাজনপুর সড়কে ৩টি ও কেদারগঞ্জ-দর্শনা সড়কে ১টি মোট ২৩টি যাত্রী ছাউনী রয়েছে। এ যাত্রী ছাউনী গুলো নির্মানে কত টাকায় বাস্তবায়ন করা হয়েছে তা সঠিক কোন তথ্য নেই বলেও জানান তিনি। এসব যাত্রী ছাউনী গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মুজিবনগর ডিগ্রী কলেজের পাশে যাত্রী ছাউনী ময়লার ভাগাড়, গাংনী বাজারের যাত্রী ছাউনীটি এখন দোকান ঘর, মেহেরপুর ওয়াপদার মোড়ে যাত্রী ছ্উানী আন্তঃজেলা বাসের টিকিট কাউন্টারে পরিণত হয়েছে। মাদকসেবী, ভিক্ষুক ও ভবঘুরেদের দখলে রয়েছে অনেক যাত্রী ছাউনী। অন্যগুলোর মেঝেও ভাঙা, কোনোটির বসার জায়গা ধুলাবালিতে একাকার হয়ে আছে। দারিয়াপুরের আবুল কাশেম বলেন, অপরিকল্পিত ভাবে যাত্রী ছাউনী গড়ে তোলার কারণে সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে জানান তিনি। মোনাখালীর আশরাফুল ইসলাম বলেন, সড়কগুলোতে নির্দিষ্ট স্টপেজ করা থাকলেও যাত্রীরা তাদের সুবিধামত স্থানে উঠতে ও নামতে চায়। ফলে যাত্রীরা যেখানে বলে, গাড়ি সেখানে থামে। শিক্ষার্থী লিপন বলেন, জেলায় যাত্রী ছাউনী থাকলেও তা ব্যবহারে অনুপযোগী। যাত্রী ছাউনী থাকতে হলে অবশ্যই তার সাথে একটি করে গণশৌচাগার থাকা জরুরী। এসব অপরিকল্পিত যাত্রী ছাউনী করার থেকে না করাই ভাল। এতে সরকারের শুধুশুধু অর্থ নষ্ট করা হচ্ছে। এ বিষয়ে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস ছালাম বলেন, যাত্রী ছাউনী এখন ময়লাযুক্ত অবস্থায় চলে গছে। যাত্রী ছাউনী গুলো আগের মত আর ব্যবহার হচ্ছে না। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সারা বাংলাদেশে যে সব নতুন করে যাত্রী ছাউনী’র প্লান হয়েছে, প্রত্যেকটা যাত্রী ছাউনী’র সাথে দুইটা করে দোকান থাকবে যাতে যাত্রী ছাউনী’র দোকানের মালিকরা পরিস্কার পরিচ্ছন্ন রাখবে। যাতে যাত্রী ছাউনীতে মানুষজন যেয়ে বসতে পারে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বড় বড় বাজারে যেখানে গণশৌচাগার নেই বা পাবলিক টয়লেট নেই, সেখানে আমরা পাবলিক টয়লেট করতে চাই। কারণ এগুলো খুবই জরুরী। যেখানে যাত্রী নিয়মিত উঠানামা করে ঐ সকল জায়গায় যাত্রী ছাউনী’র সাথে যাত্রীদের সুবিদার্থে একটি করে পাবলিক টয়লেট করতে চাই। আমাদের মেহেরপুরে যে সব রাস্তা ফোর লেন হচ্ছে সেসব মোড়ে মোড়ে একটি করে মডেল যাত্রী ছাউনী’র পাশাপাশি গণশৌচাগার করার পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত