লমনিরহাট প্রতিনিধি, মোঃ ফরহাদ হোসেন
লালমনিরহাট জেলার বুড়িমারী – শান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে এখনো বুড়িমারী ছাড়তে পারে নি । ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । বুড়িমারী স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান ট্রেনের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক ভাবে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে , তিনি বলেন ট্রেনের সঠিক সার্ভিস অব্যাহত আছে, যান্ত্রিক কিছু ক্রুটি হতে পারে , এর জন্য আমরা দুঃখিত । আজকে একদিকে যেমন ঠান্ডার মাত্রা বেড়ে গেছে অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । এই ট্রেনটি ০৬.৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ০৯.৩০ মিনিট ধরে স্টেশনে আছে ট্রেনটি। এর কারণে যাত্রীরা নির্ধারিত সময়ে প্রত্যাশিত গন্তব্যে যেতে পাড়ছে না । সবশেষ বুড়িমারী স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান ট্রেনের এই যান্ত্রিক ত্রুটির কারন অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । লালমনিরহাট থেকে ট্রেনের ইঞ্জিন আসবে তারপর ১০.০০ ট্রেন ছারবে জানান বুড়িমারী স্টেশন মাস্টার নজরুল ইসলাম ।
Leave a Reply