মঙ্গলবার সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ডোমার পৌরসভার হলরুমে দৈনিক যায়যায়দিন ডোমার প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র-১ সেলিম রেজা ও প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, পৌরসভার কাউন্সিলর কাওছার আলম, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল, মোঃ আলম, আনারুল ইসলাম, মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, রিপোর্টার্স ইউনিটির সদস্য মামুনুর রশীদ রাসেল, গোপাল চন্দ্র রায়, হাবিবুর রহমান প্রমূখ। শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ডোমারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply