রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুল লেখা সংবলিত ফেস্টুন ঝুললো তিন দিনব্যাপী

রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুল লেখা সংবলিত ফেস্টুন ঝুললো তিন দিনব্যাপী

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুরে তিন দিনব্যাপি রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবিন্দ্রকাছারি বাড়ীতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের “বিপদে মোরে রক্ষা করো” কবিতাটি ভুল লেখাসংবলিত ফেস্টুনটি রবিন্দ্র অডিটোরিয়ামের প্রধান ফটকে টানিয়ে তিন দিনব্যাপি অনুষ্ঠান চললেও নজরে আসেনি প্রশাসনের।
এনিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালচনার ঝড় এবং রবীন্দ্রপ্রেমীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোপ। অপরদিকে জেলা প্রশাসক বলছেন এরকম ছোট খাটো ভুল হতেই পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অডিটোরিয়ামের মূল ফটকে জেলা প্রশাসনের ব্যানারে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের “বিপদে মোরে রক্ষা করো”কবিতাটির দুই লাইনে লেখা আছে’বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন করি ভয়” কিন্তু হবে ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রশাসনের এমন ভুল লেখাসংবলিত ফেস্টুনটি তিন দিনব্যাপি টানিয়ে ১৬২তম রবিন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করাটাকে মেনে নিতে পারছে না শাহজাদপুরবাসীসহ রবীন্দ্রপ্রেমী ও অনুরাগীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, সামাজিক যোগযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে নজরে আসে। তাহলে তিন দিনেও কেন পরিবর্তন করেননি এমন প্রশ্নের জব্বাবে তিনি জানান, এই তিনদিন আমাদের চোখে পরেনি।
এব্যপারে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, দেখলাম? এখানে মন্তব্য করার কি আছে। প্রিন্ট করতে গিয়ে ভুল হয়েছে। এরকম ভুল কি হতে পারে না। ছোট খাটো ভুল হতেই পারে।
উল্লেখ্য,গত সোমবার রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্বে ১৬২ তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু(এমপি)। ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপি অনুষ্টানমালার মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত