শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের সঙ্কট সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানে নিত্যপণ্যের সঙ্কট সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খাদ্যে ভেজাল দেয়া, মজুদদারি বা কালোবাজারি এবং নিত্যপণ্যের সঙ্কট সৃষ্টির বিরুদ্ধে সকলকে  সতর্ক থাকার জন্য আহবান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দেশব্যাপী আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে শেখ হাসিনা এ আহ্বান জানান।

তিনি বলেন, ইমামগণ যখন মসজিদে জুম্মার নামাজের খুতবা দেন, তখন কালোবাজারি বা মজুদদারি বা খাদ্যে ভেজাল দেয়া আর অযথা মানুষকে কষ্ট দেয়া যে গর্হিত কাজ সে ব্যাপারে আপনাদের আরো বলা উচিত। খুতবাতেও এটা বলতে পারেন বা মানুষকে সচেতন করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। এ সময় আমাদের কিছু ব্যবসায়ী জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। কারণ রমজান মাস কৃচ্ছতা সাধনের সময় এবং মানুষ যাতে ভালোভাবে তাদের ধর্মকর্ম এবং রোজা যথাযথভাবে পালন করতে পারে সেদিকেই সবার দৃষ্টি দেয়া উচিত। সেসময় এসব মুনাফালোভীদের জিনিসের দাম বাড়ানো আর মানুষকে বিপদে ফেলার কোন মানে হয় না।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ সরকার যাতে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত