ইমরান সিদ্দিকী রুবেল:
ডিএমপির গুলশান জোনে অপরাধের মাত্রা বিগত দিনের তুলনায় অনেকটা কমেছে বলে অপরাধ তথ্য সূত্রে জানা গেছে ।সম্প্রতি সারাদেশে অপরাধ খুন,ছিনতাতাই,ডাকাতি,দাঙ্গা সহিংসতা ,কিছুটা বৃদ্ধি পেলেও গুলশান জোনে ফিরেছে কিছুটা স্বস্থির বার্তা । এই জোনে বিভিন্ন থানার ওসি ও এসআই বদলির মাধ্যমে পুলিশ ঢেলে সাজানো কঠোর র্নিদেশনার কারনেই এর সূফলতা পাচ্ছেন বলে গুলশান বাসির ধারনা।আমাদের প্রতিবেদনে সম্প্রতি এক জরিপে দেখা গেছে গুলশান জোনের ৬ টি থানা ভাটারা,গুলশান,বনানি,বাড্ডা,ক্যান্টেনমেন্ট,খিলক্ষেত থনার আওতায় কিশোর অপরাধ,ছিনতাই ডাকাতি,অনেক টাইকম । এ ব্যাপারে আলাপ কালে ভাটারা থনার ওসি সাজেদুর রহমান জানান, নবাগত ডিসি সারের কঠোর র্নিদেশনায় অপরাধ দমনে আমরা অনেকটাই সক্ষম হয়েছি ।খিলক্ষেত থনার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান,ডিসি মহোদয়ের নির্দেশনায় আমরা খিলক্ষেত থনার র্স্পশ কাতর জায়গা গুলোতে টহল বাড়িয়েছি । বিশেষ করে তিনশ ফিট,কুড়িল ফ্লাইওভার,নামাপাড়া, লেক সিটি,বরুয়া, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রলায়ের একজন দায়িত্বশীল অফিসার এ সর্ম্পকে জানান,ইতিপূর্বে আঃ আহাদ এই জোনের এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তাকে গুলশান জোনের পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট থানা গুলিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে ফলে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে ।এ বিষয়ে আলাপকালে ডিএমপির পুলিশের অপরাধ বিভাগ থেকে প্রতিবেদককে জানান,আমরা লক্ষ্য করেছি গুলশান জোনে যৌন হয়রানি, চুরি, ডাকাতি,ছিনতাই বিগত দিনের তুলনায় অনেকটাই কমেছে । সরেজমিনে তদন্তকালে গুলশানের কয়েকটি থানা অনুসন্ধানকালে ভাটারা থানার ওসি সাজেদুর রহমানের ভূয়সী প্রশংসা করে বসুন্ধরা নিবাসি একজন কলেজ শিক্ষিকা জানান,আমার বাসার একটি চুরির ঘটনায় ভাটারা থানায় গিয়েছিলাম থানার দায়িত্বরত ওসি আমাকে যেভাবে আইনি সহায়তা করেছেন তা পুলিশ সর্ম্পকে আমার ধারনাই পাল্টিয়ে দিয়েছে । আমি কৃতজ্ঞতা বোধ থেকে একটি টাকাও খরচ করতে পারিনি এমনকি ঘটনার তদন্ত কারি অফিসার এস আই মোজাম্মেলকেউ কোন খরচ দিতে হয়নি উল্টো আমাকে এস আই সাহেব চা কফি খাওয়ান এমনকি থানা সাধারন মানুষের সেবায় সুন্দর ভাবে গুছিয়ে রাখা হয়েছে ।গত ১০ ডিসেম্বরকে ঘিরে গুলশান জোনের নিরাপত্তা ছিল চোখে পরার মত যা ১৬ ই ডিসেম্বর র্পযন্ত র্কাযকর ছিল । এব্যপারে প্রতিবেদককে গুলশান জোনের ডিসি আঃ আহাদ জানান,সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরোদ্ধে আমরা র্সবদাই সোচ্চার রয়েছি ।গুলশানের খিলক্ষেত জোনের এডিসির সাথে মুঠো ফোনে অপরাধ বিষয়ক সমিক্ষা সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান,সমাজে বিভিন্ন ধরনে অপরাধ রয়েছে আমার জোনে অপরাধ বেড়েছে কিংবা কমেছে তা খতিয়ে না দেখে বলা যাচ্ছেনা কোনটির মাত্রা বিগত দিনের তুলনায় কমেছে আবার কোন অপরাধের মাত্রা বেড়েছে তা সঠিক মতামত দেওয়া সময়ের দরকার ।এদিকে গুলশানের বনানী থনার কযেকটি ঘটনা পুলিশ হেডকোয়টার ছায়া তদন্ত করছে বলে জনা যায় ।
Leave a Reply