শিরোনাম :
দুই সন্তানের জননী’ চাচিকে নিয়ে ভাতিজা উধাও  কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নবনির্বাচিত নির্বাহী পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় খুলনার দৌলতপুরের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার সৎ ছেলেকে হত্যার দায়ে লক্ষ্মীপুরে মায়ের ১০ বছরের কারাদন্ড রাজ্য থাকবে পরীর কাছে, খরচ চালাবে রাজ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে মেয়ে ক্রিকেটাররা তৃতীয় স্থানে খালেদা জিযার বিষয়ে সরকারের কিছু করার নাই খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস ফের ছড়াতে পারে মহামারী করোনা ভাইরাস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন এ.ডি.এম. শহিদুল ইসলাম
রান্না ঘরের নীচে মিললো বিষাক্ত স্পিরিট

রান্না ঘরের নীচে মিললো বিষাক্ত স্পিরিট

সৈয়দ জাহিদুজ্জামানঃ
যশোরে রান্না ঘরের মাটি খুড়ে উদ্ধার হয়েছে ১০৫ বোতল বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল)। যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামে মঙ্গলবার (০৬ জুন) রাতে অভিযান চালিয়ে এ স্পিরিট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় বাড়ির মালিক পালিয়ে যায়।
র‌্যাব সূত্র জানায়, ওইদিন রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এসআই সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম রিপনের বাড়িতে অভিযান চালান। এসময় র‌্যাব সদস্যরা শফিকুল ইসলাম রিপনের রান্না ঘরের মাটি খুড়ে বস্তায় পুঁতে রাখা ১০৫ বোতল স্পিরিট (অ্যালকোহল) উদ্ধার করেন। প্রতিটি বোতলে ১শ’ মিলিলিটার করে অ্যালকোহল রয়েছে। অভিযানের খবর পেয়ে শফিকুল ইসলাম রিপন পালিয়ে যায়। তাকে র‌্যাব সদস্যরা আটক করতে পারেনি। এ ঘটনায় পলাতক রিপনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন এসআই সেলিম রেজা।
এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান বলেন, সম্প্রতি যশোরে বেশ কয়েকজন বিষাক্ত স্পিরিট পান করে মারা যায়। যার অন্যতম যোগানদাতা রিপন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু পালিয়ে যায় রিপন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজিউর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত