এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ ইসমাঈল হোসেন (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রায়পুুরা থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর গ্রামে মৃতের বসত বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাঈল হোসেন শ্রীনগর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। এ ঘটনায়, জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে পুলিশ। বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার সন্ধায় ইসমাঈল হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি । বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে ও ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
Leave a Reply