লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ রায়পুর থানা এলাকার সকল শ্রেণী পেশার সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন।
বুধবার (৩১ আগষ্ট) রায়পুর থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী, শিপন বড়ুয়া অফিসার ইনচার্জ রায়পুর থানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর বাক্কীন ভূইয়া,সাবেক জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এম আর সুমন,রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ,সহ সাংগঠনিক সম্পাদক কাউছার আলম, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন ও সাধারণ সম্পাদক মাহমুদ সানি,
লক্ষীপুর প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান জয়দেব চন্দ্রনাথ ও বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক বৃন্দ, রায়পুর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ।
সভায় জেলায় বিভিন্ন অপরাধ ও সমস্যা সাংবাদিকরা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে অবহিত করেন। সড়কে চাঁদাবাজি, পাড়া মহল্লায় জুয়া, মাদক, ইভটিজিং, ব্ল্যাক মেইলিং, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
Leave a Reply