লক্ষীপুর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুদ্ধ ও সুন্দরের চর্চায় লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক দেশের প্রথম আর্ট স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে লে আউটের কাজের উদ্বোধন করেন । উপজেলা প্রশাসন রায়পুর, লক্ষ্মীপুর এর দুই মহারথির (ইউ এন ও এবং এসি ল্যান্ড)এর উদ্যোগে রায়পুর পৌরসভার প্রাণকেন্দ্র রায়পুর থানা মোড় এলাকায়।
শুক্রবার (১২ মে) ২০২৩ ইং তারিখে ০৯ শতক জমির উপর নির্মাণাধীন দেশের এই প্রথম ” উপজেলা প্রশাসন আর্ট স্কুল” এর লে আউট চূড়ান্তকরণ করা হয়েছে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে লে আউট কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন দাস ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাসেল ইকবাল।
উদ্বোধন শেষে নির্বাহি অফিসার অঞ্জন দাস বলেন, আর্ট স্কুলের মাধ্যমে শিশুদের মেধাবিকাশ হবে। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুযোগ করে দেওয়া হবে, এই স্কুলের ক্লাশ হবে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীর সংখ্যা দুইশত পঞ্চাশ জন আশা করি একহাজার হবে স্কুলের কাজ দুই মাসের ভিতর শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
Leave a Reply