রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে ড্রেনের ভেতর থেকে থেকে (৩৭) অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যাক্তির লাশ লাশ উদ্ধার করা হয়।
ভুলতা ফড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকার একটি পানির ড্রেনের ভেতরে অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যাক্তির পরনে ছিল হাফ হাতা সেন্টু গ্যাঞ্জি। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
Leave a Reply