মাহবুব আলম প্রিয়: নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতার সাওঘাট এলাকায় আরআইসিএল (রহিম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড) নামের একটি স্টিল মিলের বাট্টিতে লোহা গলানোর সময় বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও ৬ জনকে রাজধানাীর শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই রি-রোলিং মিলের ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ও দগ্ধরা সবাই মিলের শ্রমিক।
নিহতের নাম শংকর সাহা ও দগ্ধরা হলেন, মো. ইয়াসিন, মো. ইব্রাহিম, অয়ন জুয়েল মিয়া, রাব্বি হোসেন ও আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানায়, দুপুর থেকে কারখানার বাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে গরম গলিত লোহার বাট্টিতে বিকেকে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোররিত হয়ে আগুন জলে উঠে। এতে দগ্ধ হন ৭ জন। নিহত ও আহতরা সবাই ওই কারখানার শ্রমিক।
বিস্ফোরণের সময় মিলের আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেছে। অন্যদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
নাম না প্রকাশ শর্তে মিলের কয়েক জন শ্রমিক বলেন, এখন পর্যন্ত মিলটি চালু করা হয়নি কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করার জন্য কিছু সময়ের জন্য চালু করা হতো। সেখানে শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করার কথা সেখানে কোনটাই ব্যবস্থা করা হয়নি। নেই অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল আসে। আর ওই টিমের সাব অফিসার শহীদ আলম বলেন, বিকেল তিনটায় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়। এছাড়া যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নি নির্বাপক কোন যন্ত্র দেখা যায়নি। এছাড়া শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করেনি বলেও মিলস সূত্রে জানতে পেরেছি।
মিলের স্টোরম্যান মামুন মিয়া বলেন, কারখানাটি পুরোপুরি এখনো চালু করা হয়নি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মাঝে মাঝে পরীক্ষা করার জন্য সাময়িক কিছুক্ষণের জন্য চালু করা হতো। সেই হিসেবে আজকেও ৮ থেকে ৯ জন শ্রমিক দিয়ে কিছু সময় চালু করা হয়েছে । এ সময় হঠাৎ করে এই ঘটনাটি ঘটে।
রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান বলেন, এখন পর্যন্ত শংকর নামে একজন মারা গেছে । আরো ছয় জন দগ্ধ হয়েছেন হয়েছেন বলে সংবাদ পেয়েছি । আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply