লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর পৌর এলাকার ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড( সংরক্ষিত আসনের) নারী কাউন্সিলর রহিমা বেগমের বিরুদ্ধে সালিসি বৈঠকে ডেকে নিয়ে পারভীন বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে ওই নারী কাউন্সিলর নিজেই হামলার শিকার হন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
গত শুক্রবার (১২ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার (১৫ নম্বর ওয়ার্ড) পশ্চিম লক্ষ্মীপুর এলাকার ফারুক ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। আহত রহিমা ও পারভীন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আটককৃতরা হলেন-দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ফারদিন ইয়াসিন অনিক, লক্ষ্মীপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র মেহেদী হাসান ও নিশাদ।
এ ব্যাপারে সদর থানার ওসি মোসলে উদ্দিন বলেন, পুলিশ সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।
Leave a Reply