সুমন ইসলাম বাবু:
লালমনিরহাটে টিসিবির কার্ড যাচাই-বাছাই কার্যক্রম চলছে। লালমনিরহাট সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের টিসিবির কার্ড যাচাই-বাছাই শেষে করে নতুন কার্ড দিবে। কেউ যদি কার্ড ডুবলিকেট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন। উপজেলা পরিষদের উদ্যোগে টিসিবির কার্ড যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। টিসিবির পণ্য বিক্রয়ের সময় জনগণের ভোগান্তি দূর করার জন্য টিসিবির কার্ড যাচাই-বাছাই করা হচ্ছে। আগের টিসিবির কার্ডে অনেক ভেজাল ছিল। টিসিবির অনেক ভুয়া কার্ডধারী ছিলো। ভুয়া কার্ড সনাক্ত করার জন্য টিসিবির কার্ড যাচাই-বাছাই চলছে। তারে ধারাবাহিকতায় আজকে গোকুন্ডা ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড যাচাই-বাছাই করছে। গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন সার্বিক সহযোগিতা করেছেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার প্রতিটি ইউনিয়নের টিসিবির কার্ড যাচাই-বাছাই করে নতুন কার্ড দিবে। টিসিবির কার্ড যাচাই-বাছাই করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গ্রাম পুলিশসহ সকলে সহযোগিতা করে যাচ্ছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি ইউনিয়নে টিসিবির পণ্য কার্ডধারী ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন এবং টিসিবির কার্ডধারী ব্যক্তিদের মাঝে পণ্য পৌঁছে দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply