লালমনিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে পিটিয়ে হত্যা

লালমনিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে পিটিয়ে হত্যা

 লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি এলাকায় পাওনা টাকা চাওয়ার কারনে রহিমা বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকার আব্দুল গণির ছেলে সাইফুল ইসলাম (৩০) বাড়ির পাশেই একটি মুদির দোকান চালাতেন। দোকানের মালামাল কিনতে তিনি কয়েক দিন আগে রহিমা বেগমের নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নেন।
সেই টাকা চাইতে গেলে রহিমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন সাইফুল। একপর্যায়ে দোকানে থাকা লাঠি দিয়ে রহিমাকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত