লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বাবা ও চাচার সাথে স্কুল যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নাঈম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। এ সময় তার বাবা ও চাচা গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়া হলে চাচা ইমরানের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ৬ ঘন্টাপর মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
বুধবার (১২ জানুয়ারী) সকালে ওই উপজেলার আরডিআরএস অফিসের সামনে বুড়িমারী -লালমনিরহাট মহাসড়কে এ দূঘর্টনা ঘটে। নিহত শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী ( মিলন বাজার) গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র, ও নিহত ইমরান একই এলাকার আব্বাস আলীর ছেলে ও শিশুটির চাচা।
জানা গেছে, নাঈম তার বাবা ও চাচার সাথে মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় স্কুলে যাওয়ার পথে বুড়িমারী গামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু শিশু নাঈমের মৃত্যু হয়। এ সময় বাবা ফারুক হোসেন ও চাচা ইমরান হোসেন(২৮) গুরুত্বর আহত হলে তাদেরকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, তবে চাচা ইমরানের অবস্থা গুরুতর হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত তারও মৃত্যু হয়েছে।
এবিষয়ে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক, হেলপারকে আটক করা হয়েছে।
Leave a Reply