পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাহেদ (৩৮) নামে এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এ সসময় উভয়পক্ষ দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশি চালায়। এ সময় তার দুই ছেলেকে আটক করার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার গ্রামের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় বাঙালিপাড়ায় গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
Leave a Reply